Transcripts of important discussions at Tritiyo Matra episodes.

Tritiyo Matra Episode: 6529

ভূ রাজনৈতিক চাপের প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং সেটি করবে সেটি আমাদের মাথায় রাখা দরকার। এবং আমার অতীতের বলছেন যে সমস্ত কিছুমিলিয়ে আনসারটেননিটিতে আমাদের স্বল্পমেয়াদী পদক্ষেপ তো অবশ্যই নিতে হবে কিন্তু মধ্যমেয়াদি পরিকল্পনাগুলো করা খুবই জরুরী।

ব্যয় সক্ষমতা এবং গুণগত মান অনেক ক্ষেত্রে নিম্নগামী। এটি বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিক পার্টনারশিপের উপর জোর দেয়া দরকার।শিক্ষা স্বাস্থ্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং সেইসঙ্গে টেকনিক্যাল এডুকেশন বা কর্মমুখী শিক্ষার দিকে নজর দিতে হবে।